রাসূলুল্লাহ (সা.) এর সমর্থনে ইমাম, দাঈ এবং শিক্ষার্থীদের করণীয়ঃ

রাসূলুল্লাহ-সা-এর-সমর্থনে-ইমাম,-দাঈ-এবং-শিক্ষার্থীদের-করণীয়ঃ

১- বিভিন্ন প্রচার মাধ্যম (মুদ্রণ,অডিও এবং ভিডিও ইত্যাদি) এবং ইন্টারনেটে ও সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিচয়, জীবনী, চারিত্রিক মাধুর্য্য এবং তাঁর গুণাবলী তুলে ধরা।

২- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত ও রেসালাতের বৈশিষ্ট্য মানুষের কাছে সঠিক ভাবে উপস্থাপন করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রান্তিকতা বর্জিত একনিষ্ঠ সরল ও সঠিক পথ (একত্ববাদের বিধান) দিয়ে প্রেরণ করা হয়েছে তা স্পষ্ট করা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতের মূল পদ্ধতি যে- সকল মানুষকে হেদায়েতের পথে আহবানের একান্ত বাসনা এবং ইবাদাত-উপাসনার উপযুক্ত একমাত্র আল্লাহ তা’আলা তা বর্ণনা করা।

৩- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৃষ্টিগত ও চারিত্রিক গুণাবলী, তাঁর জীবনী ও দিকনির্দেশনা, নবীজীর পরিপূর্নতা, ফযিলত ও কামালিয়্যাত এবং আমাদের উপর তাঁর অধিকার মানুষের কাছে তুলে ধরা।

৪- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী, সাথী-সংগী সাহাবায়ে কেরাম এমনকি শত্রুদের সাথে তাঁর আচরণ কেমন ছিলো তা প্রচার করা।

৫- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৈনন্দিন জীবন যাপনের পদ্ধতি মানুষের বর্ণনা করা।

৬- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হেদায়েত, দিক-নির্দেশনা, তাঁর সুন্নাহ এবং তাঁর সিরাত মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে কোর্স, সেমিনার ইত্যাদি বিভিন্ন ধরনের দাওয়াতি অনুষ্ঠানের আয়োজন করা।

৭- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীস-সুন্নাহ সম্পর্কে কোন কোন সাধারণ মানুষের কিছু ভুল ধারণা আছে তা সংশোধন করা, এবং সহজ ও সুন্দর পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হাদীস-সুন্নাহকে আঁকড়ে ধরার দাওয়াত দেওয়া।

৮- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অবমাননা করে তাদের সম্পর্কে উম্মতের আলেমদের ফতোয়া বর্ণনা করা, তাদেরকে অবজ্ঞা করার আবশ্যকতা এবং তাদের থেকে দূরে থাকার প্রয়োজনীয়তা মানুষের কাছে তুলে ধরা।

৯- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সীরাত সম্পর্কে বাতিল, ভ্রান্ত ধারণার খণ্ডন এবং সঠিক যুক্তি-প্রমাণ দিয়ে সেগুলোর আসল অর্থ ব্যাখ্যা করা।