রাসূলুল্লাহ (সা.) এর প্রতি ভালোবাসা ও মুহাব্বত

রাসূলুল্লাহ (সা.) এর প্রতি ভালোবাসা ও মুহাব্বত


উম্মতে মুহাম্মদির উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অধিকারগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হলো তাঁর প্রতি ভালোবাসা ও মুহাব্বত, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে না সে মু’মিন হতে পারে না যদিও সে মুসলমানদের নাম বহন করে এবং তাদের মাঝে বসবাস করে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার সন্তান, পিতা ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই। (বুখারী ও মুসলিম)

আর সবচেয়ে মর্যাদাশীল ভালোবাসা হলো যে – মু’মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে তার সন্তান-সন্ততি, পিতা-মাতা ও সমস্ত মানুষ, এমন কি তার নিজের প্রাণের চেয়েও বেশী ভালোবাসবে, সেটিকে প্রাধান্য দিবে।

আল্লাহ তা‘আলা বলেনঃ নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ। [সূরা আল-আহযাব, আয়াত: ৬]

উমার ইবন খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রসূল! আপনি আমার জীবন ছাড়া সকল জিনিস থেকে আমার নিকট প্রিয়তম। এ কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘না। সেই সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ আছে। যতক্ষণ না আমি তোমার নিকট তোমার জীবন থেকেও প্রিয়তম হতে পেরেছি (ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারো না)। উমার রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, এক্ষণে আপনি আমার জীবন থেকেও প্রিয়তম। তখন তিনি বললেন, এখন (তুমি মুমিন) হে উমার! (সহীহ বুখারী)।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাগন ও তাঁর অনুসারীরা তাঁকে তাদের নিজেদের অপেক্ষা অধিক ভালোবাসার ঘটনা সমূহকে বিবৃত করা নাতিদীর্ঘ একটি অধ্যায়, তাই আমরা মানুষ ছাড়া অন্যান্য প্রাণী ও বস্তুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা ও অনুরাগের একটি ঘটনা উল্লেখ করব।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৃক্ষের উপর কিংবা একটি খেজুর বৃক্ষের কাণ্ডের উপর (হেলান দিয়ে) শুক্রবারে খুৎবা প্রদানের জন্য দাঁড়াতেন। এমতাবস্থায় একজন আনসারী মহিলা অথবা একজন পুরুষ বলল, ইয়া রাসূলাল্লাহ! আপনার জন্য একটি মিম্বার তৈরি করে দেব কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ইচ্ছা হলে দিতে পার। অতঃপর তাঁরা একটি কাঠের মিম্বার তৈরি করে দিলেন। যখন শুক্রবার এল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আসন গ্রহণ করলেন, তখন কাণ্ডটি শিশুর ন্যায় চীৎকার করে কাঁদতে লাগল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার হতে নেমে এসে উহাকে জড়িয়ে ধরলেন, তখন সেটি ফোঁপাতে লাগল, যেমন ছোট শিশুকে চুপ করানোর সময় ফোঁপায়।। রাবী বলেন, কান্ডটি এজন্য কাঁদছিল যেহেতু সে খুতবাকালে অনেক যিকর শুনতে পেত। (সহীহ বুখারী)

হযরত হাসান বাসারী রাদিয়াল্লাহু ‘আনহু খেজুর বৃক্ষের কাণ্ডের ক্রন্দনের হাদীস আসলে বলতেন, হে মুসলমানগণ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাতের আগ্রহে গাছ বা শুকনো কাঠও কাঁদে, তোমাদের তো তাঁর স্বরণে আরো অধিক আগ্রহ থাকা দরকার।

আল্লাহ তা‘আলা বলেনঃ নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ। [সূরা আল-আহযাব, আয়াত: ৬]