রাসূলুল্লাহ (সা.) এর সমর্থনে ইন্টারনেট জগতে করণীয়ঃ

রাসূলুল্লাহ (সা.) এর সমর্থনে ইন্টারনেট জগতে করণীয়ঃ

১- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনবৃত্তান্ত নিয়ে ওয়েবসাইট, ফোরাম ও ব্লগ ইত্যাদি তৈরি করা এবং তাতে নবীজীর আনিত দ্বীনে ইসলামের বৈশিষ্ট্য তুলে ধরা।

২- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যক্তিত্ব, তাঁর পরিচিতি ও তাঁর গুণাবলী সম্বলিত CD-DVD তৈরি করা এবং তা ব্যাপক ভাবে প্রচার করা।

৩- নববী উপদেশ ও বাণী সম্বলিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিভিন্ন সুন্নাহ ই-মেইল, মেসেজ, চ্যাটবক্স ইত্যাদির মাধ্যমে ছড়িয়ে দেয়া।

৪- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান ও বিদ্রূপের বিভিন্ন হীন প্রচেষ্টার তীব্র নিন্দা এবং কঠোর ভাবে সেগুলোর প্রত্যাখ্যান সম্বলিত কার্যকরী ও শক্তিশালী ই-মেইল, বার্তা, কমেন্টস ইত্যাদি পশ্চিমা এবং সমগোত্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় সমূহে প্রচুর পরিমাণে প্রেরণ করা।

৫- অমুসলিম মেইলিং তালিকায় ই-মেইল-মেসেজ প্রেরণ করার সময় কিছু নববী উপদেশ ও হাদীস পরিশিষ্ট সংযোজন করা।

৬- পাশ্চাত্য ভাষায় অনুবাদিত বার্তার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিচিতি তুলে ধরা এবং এ বার্তাগুলি নন-আরব মেইলিং তালিকায় প্রেরণ করা এবং বিদেশী ফোরামে তা প্রকাশ করা।

৭- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত ও তাঁর দাওয়াত সম্পর্কে নিয়মিতভাবে ই-নিউজলেটার, বুকলেট প্রস্তুত করা এবং তা বিভিন্ন উপলক্ষ ও জরুরি ইভেন্টগুলিতে প্রচার করা।

৮- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত আলোচনা ও বইসমুহ প্রসিদ্ধ সার্চ ইঞ্জিনগুলিতে প্রকাশ করা।